ভালোবেসে বলবে ভিশন ভালোবাসি

তুমি কি জান কেন আল্লাহ্
তোমার আঙ্গুলের মাঝে ফাক
রেখেছেন?কারণ কেউ ১ জন আছে
তোমার হাতে হাত রেখে সে
ফাক
পুরন করবে।আর বলবে তুমি আর একা নও!
হাতের সেই ফাকটি পূরণ করে দুজনে এক সাথে চলবে আর বলবে ভিশন ভালোবাসি..।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিশাহীন চোখে খুজে যাই

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....