__পাওয়া না পাওয়ার হিসাব__

ঈদের দিন সন্ধ্যা বেলায় কয়েকটা
ফ্রেন্ড
আমি নদীর পাশে একটা উঁচু ডিবিতে
বসে
আছি..! সারাদিন অনেক হয়রানি হল।
নামাজ,খাওয়া দাওয়া, আব্বু আম্মুর
সাথে
সময় কাটানো সব মিলে ব্যস্ততার মধ্য
দিয়েই গেল ঈদের দিন..!
.
ঈদের সময় আর যা হোক খাওয়া
দাওয়াটা
হয় সেইরকম..! ফ্রেন্ড গুলো সহ বাজি
ধরলাম
এক নিঃশ্বাসে একটা স্পীড শেষ
করতে
হবে। খুব সহজ ভাবছিলাম..! কিন্তু
হারে
হারে টের পাইছিলাম অবশ্য জিতে
গেছিলাম!
.
নদীর উপরে একটা বেইলী সেঁতু, ঈদ
উপলক্ষে অনেক টা লাইটিং করছে..!
এই
ডিবিটা থেকে অনেক সুন্দর
লাগতেছে...! আর আমরা সবাই এক
গলায়
তাহসানের গান বলতেছি....! কেউ
বা
গার্লফ্রেন্ডের সাথে কথা
বলতেছে...!
.
আমার এক ফ্রেন্ড কথা বলতেছিল...
.
আর এক শয়তান ফ্রেন্ড গিয়ে বলল.....
.
-- দোস্ত কয় নম্বর এটা..!
.
কথাটা শুনল... ফোনের বিপরীতে
থাকা
মেয়েটা..!
.
.
এই লেগে গেল তাদের ঝগড়া, এরা
যে
ক্যান রিলেশন করে যদি একে অপরের
প্রতি বিশ্বাসেই না থাকে..!
.
.
রাব্বি :- দুস্ত দিনটাই খারাপ গেল?
.
আমি :- ক্যান রে..?
.
-- আরে শালার বাপের একটা এপাচি
থাকত, গার্লফ্রেন্ডকে নিয়ে
ঘুরতাম..
হারিয়ে যেতাম তাকে নিয়ে। আর
দেখ
কি ভাগ্য এখানে বসে আড্ডা
দিচ্ছি...!
.
.
আমি কিছু বললাম না সে হয়ত ঠিক
বলছে.. !
না সে ঠিকেই তো বলছে..! সবাই কত
উল্লাস করতেছে আর আমরা!! আল্লাহ
কি
রকম একটা ভাগ্য নিয়ে পাঠাইছে
আমাদের।
খুব অভিমান হচ্ছে....!
.
.
.
নদীর মাঝ খানে একটা লাইট
জ্বলতেছে।
হ্যাচাক লাইট হয়ত কেউ মাছ
ধরতেছে..!
মোবাইলের ফ্লাশ টা জ্বালালাম,
হুম
একটা ছোট ছেলে আর একজন বয়স্ক
লোক
মাছ ধরতেছে...!
.
.
মনে একটা কিউরিসিটি জন্মালো
ঈদেরদিন কেন মাছ ধরতে আসছে!!
অন্যদিন
হলে হয়ত হত না এমন টা...!
.
ফ্রেন্ডদের রাখলাম, ডিবিটা
থেকে
নেমে ওখানে গেলাম...!
.
.
-- চাচা আসসালামু আলাইকুম!(আমি)
.
-- ওয়ালাইকুম আসসালাম,, কে বাবা?
.
-- চাচা আমাকে আপনি চিনবেন না!
আপনি এত রাতে নদীতে কি করেন?
.
-- মাছ ধরি বাবা।
.
-- ঈদের দিন ও???
.
-- গরীবের আবার ঈদ!!!
.
( কথাটায় অনেকটা দীর্ঘশ্বাস
পেলাম,পিচ্চিটাকে ডাকলাম)
.
.
-- কিরে এত রাতে মাছ ধরে কি
করবি!
.
-- ভাইয়া বাজারে গিয়ে বিক্রি
করম,তারপর চাল কিনতে হবে। না
হলে না
খেয়ে থাকতে হবে!!
.
( হাসি পেল না আন্দনের নয়,, একটু
আগে
বাইক নাই এই অবস্থার জন্য আল্লাহ
কাছে
অভিমান করলাম কই এই পিচ্চি টাত
করল না..!
সে তো তার ভাগ্যকে গালি দিল
না)
.
-- আজ তোদের মাছ কে কিনবে!! আজ
তো
ঈদের দিন!
.
-- জানি না!!
.
ওকে কিছু টাকা দিতে চাইলাম
নিল না।
.
-- আচ্ছা তোদের মাছ গুলো আমি
কিনব...!
.
-- আচ্ছা ভাইজান,, আপনি খাড়ান,
আমি মাছ
এনে দিচ্ছি..!
.
.
খোলা আকাশের দিকে তাকিয়ে
চিন্তা
করলাম, এই কি "" পাওয়া না পাওয়ার
হিসেব ''''
.
.
হুম এই হল পাওয়া না পাওয়ার হিসেব।
আল্লাহ্ তায়ালা যা দিয়েছে তাই
নিয়ে
হ্যাপি থাকা ভাল।
হুম আমি সেদিনের পর থেকে যা
আছে
তাতেই সন্তুষ্ট...
.
[আমরা এই ক্ষণিকের জীবন চাই চাই
স্বভাবটা ধরে রাখতে চাই! জন্মের
পর থেকে ওটা চাই এটা চাই...!
একবারও কি ভাবি আমাদের যেটা
আছে আর একজন সেটার স্বপ্ন দেখে!!
তাহলে কেন এত চাই চাই ভাব! কেন?
আল্লাহ্ যা দিছে তাই নিয়ে সন্তুষ্ট
থাকি না, অন্যায় ভাবে কিছু
পাওয়ার থেকে না পাওয়ায় ভাল ]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিশাহীন চোখে খুজে যাই

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....