আটকে রেখে কি লাভ?

যে থাকবেনা তাকে যত ভাবেই আটকে
রাখতে চাওনা কেন কোন লাভ হবে না,
কারন সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে। হয়তোবা
তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে
মাঝে ভালবাসার অভিনয় করবে, কিন্তু
তুমি তাকে এতই ভালবেসে ফেলেছ যে তার
সামান্য একটু অভিনয়েই তাকে ফিরে
পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে গেছ। আসলে এ
স্বপ্নই তোমাকে আরো বেশি কষ্ট দিবে,
যা তুমি কল্পনাও করতে পারবে না”।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিশাহীন চোখে খুজে যাই

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....