আমি পাপীদের একজন
আমি নজরুল নই যে,
আমার কলম থেকে বের হবে বিদ্রোহী আগুনের ফুলকি।
আমি নির্মলেন্দু নই যে,
দেশের চিন্তায় লিখব হাহাকারের বাণী।
আমি সুকান্ত নই যে,
তারুণ্যকে জাগাতে চেষ্টা করব বৃথা।
আমি মধুসূদন নই যে,
নিজের ভুলকে তুলে ধরে সবার সামনে নত করব আমার মাথা।
আমি সেই পাপীদের একজন,
যারা আজও নির্বিঘ্নে রাস্তায় ঘোরে তীব্র দাপট নিয়ে।
যারা সুযোগ পেলেই দাঙ্গা করে,
আর দেশকে বিকায় স্বার্থে।
আমি নিজেকে নিয়েই ব্যস্ত আছি,
নিজের দুঃখেই কাতর।
শত শত অসহায় পথে পড়ে থাক,
আমি নিজের কষ্টেই বিভোর।
দুনিয়াতে মোরে পাঠিয়েছেন খোদা,
আনন্দ-ফুর্তি করতে।
হাম খুশ তো দুনিয়া রঙিন,
নয়ত, দূরে ফেলে দাও সব ঠেলে।
ঘরের মানুষ কষ্ট পেলেও,
কুছ পরোয়া করি না আমি।
যে মানুষটি দু'দিনের তবু,
তার বিরহেই কাঁদি।
মানুষ আমি ভীষণ জ্ঞানী,
সকল জীবের সেরা।
আমি যা বলব সেটাই আইন,
বাকি সব মোর প্রজা।
হায়রে মানুষ!
যে জন তোরে পাঠায়েছে বিশ্বে,
করেছে লালন, গড়েছে মহান।
তাঁরে ভুলে আজ নিজ গান গাস,
মানিস না তাঁরি বয়ান।
এ দুনিয়া থেকে যেতে হবে তোকে,
দিতে হবে সব ছেড়ে।
মিথ্যা বেদনায় ব্যথীত না হয়ে,
অসহায়রে ধর জড়ায়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন