আজও বুঝতে পারলামনা


জীবনটাকে আজও
বুঝতে পারলাম না...!!
নিজের অজান্তেই
এমন কিছু ভুল হয়ে যায়...!!
যা থেকে নিজেকে
ফিরানো বড় দায়..!!
না পারি সামনে যেতে,
না পারি ফিরে আসতে
না পরি সহ্য করতে,
না পারি ভুলে যেতে 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিশাহীন চোখে খুজে যাই

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....