ষ্পষ্ট বুঝতে পারি সবাই মানুষইতো..

ষ্পষ্ট বুঝতে পারি
জানালা গলে রোদ্দুর এলে মানুষ আনমনা হয়,
সুখ খোঁজে আলোর মাঝে
আপন মনে বেদনা লুকোয়
ছায়ার মতন।
ষ্পষ্ট বুঝতে পারি
রাত্রি নিবিড় হলে
আঁধার বেধে দেয় তার আশ্চর্য সীমানা,
কেউ ডুবে যায় অজ্ঞাত গহব্বরে
কেউ ভেসে বেড়ায় ভাজে ভাজে সপ্নের মতন।
ষ্পষ্ট বুঝতে পারি
আমাদের অনেক ভেদাভেদ,
অনুভূতির বশ্যতায় আলো আধারে আততিবিহীন,
আমি তুমি আমরা আলাদা
তবু সবাই মানুষইতো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিশাহীন চোখে খুজে যাই

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....