সবাই অচেনা.. স্মৃতি গুলো এখনো পুরোনো....

মারা গেলে অশ্রু ঝরানোর লোক
অনেক পাওয়া যায়
তবে বেঁচে থাকতে কষ্টের দিনে
পাশে দাড়ানোর মত কাউকেই
পাওয়া যায় না,
কিছু অচেনা মানুষ....!!
জীবনে কিছুটা মুহুর্তের জন্যে এসে
তৈরী করে দিয়ে যায় এক অজানা
ভালোবাসা।
হঠাৎ একদিন তারা হারিয়ে যায়,
কিন্তু রেখে যায় ভুলতে না পারা
সময়ের কিছু স্মৃতি।
যা হাজার চেস্টা করেও ভুলে
যাওয়া যায় না।
তারা যেভাবে, জীবনে হঠাৎ করে
এসে জীবনটাকে পূর্ন করে দেয়,
ঠিক তেমনি অাবার জীবনটাকে
ফাকা করে দিয়ে চলে যায়।
এক সময় মনে হয় জীবনের হিসেব
নিকেশ
গুলু এতোটাই ভুল করেছি
যার শেষ অংশ যোগ বিয়োগ দ্বারাই
উপনিবিষ্ট
আফসোস এটাকে আর মুছতে পারবো
না।।
কখনো কখনো মনে হয় যদি আজ যুদ্ধে
গিয়ে মরে যেতাম
সবাই শহীদ বলে দিবস পালন করতো।।
আর যদি বিজয়ী হতাম তাহলে অন্তত
জিন্দা সৈনিক হয়ে উপাধি পেতাম।।
কিন্তু জীবন যুদ্ধে হেরে গিয়ে আজ
না পারছি অপরাজিত হতে
না পারছি মরন বাশিঁ গলা দিতে।।
আফসোস সবার আড়ালে কেবল চোখ
মুছতে হয়।।
কেউ জিজ্ঞেস করলে বলতে হয়
বাতাসে যেনো ছুড়াবালী পড়ে
গেছে চোখে ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিশাহীন চোখে খুজে যাই

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....