আমার অনুভুতি গুলো হারিয়ে যাচ্ছে..

আমার অনুভুতি গুল হারিয়ে যাচ্ছে,
হারিয়ে যাচ্ছে স্বপ্ন দেখা.
মায়ার বাধনে ঝরিয়ে থেকে,
হবে নাকো পথ হাঠা.
যেতে হবে অনেক দূর,
জানিনা তার ঠিকানা.
জীবনের নীড়ে কি.?
সুখ থাকবে অদেখা.??
যতই ভুলে যেতে চাই,
হয়না আর ভুলে থাকা.
স্মৃতির পাতা খুলে দেখি,
তাও--এলোমেলো

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিশাহীন চোখে খুজে যাই

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....