ভালোবাসার সংজ্ঞা

"ভালোসার" কোন সংজ্ঞা হয় না,
একটা নিশ্চুপ অনুভূতির নাম
ভালোবাসা …………
.
এই অনুভূতিটা উপলব্ধি করার ক্ষমতা
যার যত বেশী, সে তত বেশী
ভালোবাসতে জানে.…কিন্তু যখন
এই অনুভূতিটা নষ্ট হয়ে যায় কারো
ভুলের জন্য, তখন দুটি মানুষের মাঝে
তিক্ততা ব্যাতিত আর কিছুই থাকে
না …………
.
প্রকৃতপক্ষে এই অনুভূতিটা নষ্ট হয় না,
বরং অনুভূতিটাকে গলা টিপে
হত্যা করা হয়, আর পেছনে দায়ী
থাকে দুজনের মাঝে
আমিত্ব,অহংকার আর কিছু ফালতু
আধুনিকতা …………
.
কারন সম্পর্ক টিকে থাকার মুল
কারনঃ
"দুজনের মাঝে যে কোন বিষয়ে
সেক্রিফাইস করার তীব্র পজিটিভ
মন-মানসিকতা"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিশাহীন চোখে খুজে যাই

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....