বিধ্বস্থ মনের জ্বালা
.প্রত্যেকটি মানুষের বুকভরা থাকে
থাকে শত আশা- আকাঙ্খা, দু চোখ ভরা হাজারো স্বপ্ন পুঞ্জ
.
ক' জনের আশা আকাঙ্খা পূরণ হয়,
কজনের স্বপ্ন পূর্ণতা পায়।
ক' জনের জীবন মনের মতো হয়।
.
জীবনটা বড় কঠিন হয় 'সবার জীবন এক হয় না,না সবার লাইফ সার্কেল।
ভিন্নতার আদলে গড়ে ওঠে জীবন সত্তা
.
কেউ একবেলা অন্ন জোটাতে পারে না তার কাছে পেটের দায়টা বড় হয়ে ওঠে
সেখানে স্বপ্ন পূরণ করাটা সহজলভ্য হয় না।
..
কখনো পরিস্থিতির থাবায় বিপাকে পড়ে জীবন।শুধু মানুষের কথায় নয়,নিজের বিবেকও তৎন বলে বেড়ায় পেট বাঁচলে দুনিয়া বাঁচবে।পেটের থেকে তখন বড় কিছু থাকে না।
.
কখনো কখনো অবহেলা আর অনাদরের খেসারত পেতে হয়।যেখানে স্বাভাবিক কাছের মানুষ বুঝতে পারে সেখানে অবুঝ ভূমিতব্যের কারণে হেরে যেতে হয়।
.
পরিশেষে হারের ব্যর্থতা,জীবনের বেহিসেবের খেসারতের ভুল নিজেকেই বয়ে যেতে হয়।সব দোষ একার একা বয়ে বেড়ানোটা বড্ড কষ্টকর হয়ে দাঁড়ায়
.
বিধ্বস্ত মনের জ্বালা কেউ দেখে না,বুঝেনা,বুঝতে চায় না।সকলে বুঝেও অবুঝ হয়ে রয়।
_শূন্য
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন