ভালবাসা আর কষ্ট...

একদিন সকল অনুভূতি মিলে ঠিক করল
তারা
লুকোচুরি খেলবে ! প্রথমে 'কষ্ট' এর
পালা
সবাইকে খুঁজে বের করার ।
সবাই বিভিন্ন জায়গায় লুকিয়ে পরল

'ভালবাসা' একটি গোলাপ গাছের
আড়ালে
লুকাল ।
কষ্ট একে একে সবাইকে খুঁজে বের করল
তবে 'ভালবাসা'কে পেল না । সে
সময় 'হিংসা'
কষ্টকে বলে দিল 'ভালবাসা'
কোথায় আছে।
কষ্ট সেখানে গিয়ে ভালবাসাকে
টেনে বের
করার সময় কাটার আঘাত চোখে
লেগে তার
চোখ নষ্ট হয়ে গেল !
তখন কষ্টকে একটি সাজা দেয়া হল ,
তা হল ,
সর্বদা ভালবাসা এর সাথে থাকতে
হবে ।
তখন থেকে 'ভালবাসা' যেখানেই
যাক ,'কষ্ট'
ছায়ার মত তার পিছে পিছে
সেখানে পৌছে
যায়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিশাহীন চোখে খুজে যাই

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....