Try to cry!

বিশ্রী একটা ইমোশন! বিশ্রী একটা যন্ত্রণার সাথে যুদ্ধ করি প্রতিটা রাত!
প্রতিটা নিস্তব্ধ সময়..
হাসি পায়না..কান্নাও পায়না!
খুব কাদতে ইচ্ছে করে আমার কিন্তু কাদতেও পারিনা!
সব কিছুই কৃত্তিম,হাসিটাও কৃত্তিম,কান্নাটাও কৃত্তিম! কাদি কিন্তু চোখের কোণে জল আসেনা আর! হয়ত শুকিয়ে গেছে!
নিকটিনের ধোয়ায় সব উড়িয়ে দিতে চাই বিশাল আকাশের বুকে...
নিকটিনের সাদা ধবধবে ধোয়াটাও যেন মাঝে মাঝে ব্যর্থ হয়ে যায়!
আজ আমি কাদতে চাই!
সত্তি আমি কাদতে চাই....
Trying to Cry!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিশাহীন চোখে খুজে যাই

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....