মন শুধু তোমাকে চায়

''কালো মেঘ জমেছে আকাশে
এখনি অঝরে বৃষ্টি ঝরবে
তবু পাইনা তোমাকে খুঁজে
পাইনা তোমায় পাশে
মেঘ ভেংগে অবিরাম বৃষ্টি ঝরে
সেই বৃষ্টির মাঝে একাকি দাঁড়িয়ে
সময় কেটে যায় বৃষ্টিও থেমে যায়
বৃষ্টি থেমে গেলে মেঘ সরে যায়
মেঘ সরে গিয়ে সূর্যটা উকি দেয়
তবু আমি শুধু ভাবি
হয়তো তুমি আসবে এখনি
তবু পাইনা তোমাকে খুঁজে
পাইনা তোমায় পাশে....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিশাহীন চোখে খুজে যাই

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....