তুমি বরং তুমি হয়ে যাও
__রুদ্র
তুমি একটা গল্প হয় যাও,
একটা জীবনের গল্প।
যেখানে সুখ হবে নীল আকাশের মত,
আর দুঃখ থাকবে অল্প অল্প।
তুমি আকাশের চাঁদ হয়ে যাও,
অথবা ঐ মহাশুন্য ।
তুমি না হয় পূর্ণতা হয়ে যাও,
অন্য কারো জন্য।
তুমি একটা চিঠি হয়ে যাও,
একটা সাদা খামের চিঠি।
তুমি একটা ঠিকানা হয়ে যাও,
হয়ে যাও সেই চিঠিটার ইতি।
তুমি বরং তুমি হয়ে যাও,
অন্য এক তুমি।
আমি না হয় আমি হয়ে যাই
নিজের ভিতর নিজেই থামি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন