আমার বৃষ্টি ভেজা রাত
বৃষ্টি ভেজা রাতে
ঝুম বৃষ্টির রাতে খোলা আকাশের নিচে
খালি পায়ে হাটছি আমি,
চারপাশটা ধোঁয়াটে অন্ধকার;
ভেজা বাতাসে ভেসে আসা কদমের গন্ধে
শিহরণ জাগে মস্তিস্কের শিরা-উপশিরায়।
বজ্রপাতের বিশ্রী চিৎকারে;
ভয় পাওয়া আরশোলার মতো
এদিক-ওদিক ছোটাছুটি করছে দমকা হাওয়া।
এবড়ো-থেবড়ো কর্দমাক্ত পথে হাটছি;
পায়ের তলায় ছপ-ছপ করছে
জীবন নামের বিদীর্ণ পথের তৈলাক্ত কাঁদা।
পোড়া কয়লার ছাইয়ের মতো বৃষ্টির ফোটায়
ফ্যাকাশে হয় রাতের আকাশ,
খটখটে শুকনো রাস্তাও বৃষ্টি আনন্দে
চিড়বিড়িয়ে ওঠে।
এমন একঘেয়ে রাতে ভেজা গায়ে
তেড়ে-ফুঁড়ে এগোতে থাকি নির্দিষ্ট পথে,
আকাশের কান্নায় ভিজি আমি;
ভেজে আমার কালশিটে পড়া চোখ।
বৃষ্টিস্নাত অমোঘ অন্ধকার ঠেলে
রীতিনীতির পাড়বাঁধা এই আমি এগোতে থাকি;
এগিয়ে যাই তোমার পানে।
অবশেষে...
স্নিগ্ধ ভোরে সূর্যের মিহি আলোর মতো
তোমার দেখা মেলে,
জানালার ওপাশে আমার ফেরার অপেক্ষায়
গ্রিল ধরে দাঁড়িয়ে তুমি,
রাত জেগে বৃষ্টির শব্দে আমার পদধ্বনি
খুঁজেছো; তা বুঝতে আর বাকি নেই।
বৃষ্টি ভেজা এমন রাতে আমার জন্য
তোমার এই আকুলতা;
প্রতিনিয়ত ছুঁয়ে যায় আমায়,
তাইতো তোমার স্বপ্নভরা চোখে তাকিয়ে
স্বস্তি ফিরে পাই, নতুন করে বেঁচে উঠি আমি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন