গল্প শেষে-Arthohin

হয় না কিছুই আমার পাওয়া বদ্ধ ঘরে স্বপ্ন ছাড়া

অন্ধকারে নিজের ভেতর আমার গানের আসা যাওয়া

আলোর নিচে থাকি বসে মেঘাচ্ছন্ন একলা রাতে

নিজের ভেতর স্বপ্নগুলো ক্লান্তি হয়ে যাচ্ছে মিশে

অচেনা সব মুখের ভিড়ে স্বপ্নগুলো আসছে ফিরে

ঝাপসা গানের শুন্য চোখে ভাবছি বসে অন্ধকারে

অনেকটা পথ হেটে এসেও হয়নি হাটা তোমার পাশে

জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে

ভুলের ছকে বাধা জীবন চলছে এখন যেমন তেমন

উঠবে না তো আবার গেয়ে তোমার জন্য আমার এ মন

কোলাহলের চারিপাশে আমার দুঃখ থাকে মিশে

স্বপ্ন ভাঙ্গা স্বপ্ন আমার বৃষ্টি ঝরায় দূর আকাশে

অন্ধকারের রঙ্গে আঁকা ভাবনাগুলোর ভেজা চোখ

সাদা কালোর স্বপ্ন জুড়ে সারা দুপুর বৃষ্টি হোক

অনেকটা পথ হেটে এসেও হয়নি হাটা তোমার পাশে

জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে

গল্পগুলো আমার শুধুই চার দেয়াল আর অন্ধকারের

এরই মাঝে আসা যাওয়া স্বপ্নভাঙ্গা আমার গানের

হয় না কিছুই আমার পাওয়া বদ্ধ ঘরের স্বপ্ন ছাড়া

নিয়ন আলোর বর্নমালায় স্বপ্ন শুধুই তোমাকে চায়

মধ্যরাতের গল্প আমার চেনা কথায় অচেনা সুর

সম্মোহনের আলোছায়ায় হাটছি পথ বহুদূর

অনেকটা পথ হেটে এসেও হয়নি হাটা তোমার পাশে

জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে

অনেকটা পথ হেটে এসেও হয়নি হাটা তোমার পাশে

জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে

হয় না কিছুই আমার পাওয়া বদ্ধ ঘরে স্বপ্ন ছাড়া

অন্ধকারে নিজের ভেতর আমার গানের আসা যাওয়া

আলোর নিচে থাকি বসে মেঘাচ্ছন্ন একলা...

নিজের ভেতর স্বপ্নগুলো.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিশাহীন চোখে খুজে যাই

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....

ভালোবাসা ভালোলাগা এক নয়