পোস্টগুলি

আগস্ট, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি বরং তুমি হয়ে যাও

__রুদ্র তুমি একটা গল্প হয় যাও, একটা জীবনের গল্প। যেখানে সুখ হবে নীল আকাশের মত, আর দুঃখ থাকবে অল্প অল্প। তুমি আকাশের চাঁদ হয়ে যাও, অথবা ঐ মহাশুন্য । তুমি না হয় পূর্ণতা হয়ে যাও, অন্য কারো জন্য। তুমি একটা চিঠি হয়ে যাও, একটা সাদা খামের চিঠি। তুমি একটা ঠিকানা হয়ে যাও, হয়ে যাও সেই চিঠিটার ইতি। তুমি বরং তুমি হয়ে যাও, অন্য এক তুমি। আমি না হয় আমি হয়ে যাই নিজের ভিতর নিজেই থামি।

ভালোবাসার প্রস্তাব

পুরাতন সময়ে যখন গ্রামে মাটির ঘর নির্মিত হতো তখন তার ভেতরে অন্ধকার দেয়ালে সাদা মাটির প্রলেপে নশকা করা থাকতো আর সন্ধ্যের নামার সাথে সাথে পিদিম জ্বলে উঠতো সেই ছোট্ট মাটির কুঠিরে।পিদিমের সোনালী আলোয় দোয়ালের নকশা গুলো ফুটে উঠতো।অন্ধকার ঘুচে আলো আসতো। তুমি কি পিদিম হাতে আমার মনের দেয়ালের অন্ধকার দূর করে আমায় আলো দেখাবে? দেখবে কি নশকা গুলো যেটি তোমার জন্যে আকা?